দুই হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরন করলো নোবিপ্রবি

২৫ মার্চ, ২০২০ ২১:৩২  
করোনাভাইরাস থেকে নোয়াখালীবাসীর সুরক্ষায় দুই হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে ব্যবহৃত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত আইসোপ্রোপানল, গ্লিসারল, হাইড্রোজেন-পারক্সাইড। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দিদার-উল-আলম এর পরিচালনায় ফলিত রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সহযোগী অধ্যাপক ড. ফাতেহ নূর রুবেল ও অনুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল হোসনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের ল্যাবরেটরিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ২০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। এ নিয়ে ফলিত রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এই মুহূর্তে সারাবিশ্ব করোনায় স্থবির হয়ে পড়েছে। আমাদের সবার উচিত করোনাভাইরাস মোকাবিলায় সচেতন থাকা। বিভিন্ন ভাবে সবাইকে করোনা থেকে মুক্ত রাখার জন্য কাজ করে যাওয়া। হ্যান্ড স্যানিটাইজার তৈরি শেষে নোয়াখালী ডিসি অফিস, পুলিশ সুপার অফিস, সোনাপুর-মাইজদী ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশে স্থানীয় পর্যায়ে বিনামূল্যে বিতরণ করা হয়।